ABOUT US

ক্লাউড একাডেমি ইউএস ওয়েবসাইটে  আপনাকে স্বাগতম।

কেন ক্লাউড একাডেমি বেছে নিবেন?

নর্থআমেরিকা এবং কানাডাতে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির মানুষের জন্য ক্লাউড একাডেমি ইউএস নিয়ে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষায় রিয়েল হ্যান্ডসঅন প্রোজেকটের মাধ্যমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাউড ডেভপ্স ইঞ্জিনিয়ারিং কোর্স। DevOps এর ক্যারিয়ারের গঠনে সমস্ত ধাপ অতিক্রম করতে প্রয়োজনীয় সকল টপিক (End to End) নিয়ে সব কিছু আয়ত্ব করার কথা ভেবে সাজানো হয়েছে এই কোর্স এবং Cloud DevOps এর মত একটি গতিশীল ও চ্যালেঞ্জিং কোর্সকে সহজ ভাবে উপস্থাপন ও প্রশিক্ষণ প্রদান করে থাকবে।তাছাড়া এই কোর্স শেষে কিভাবে আপনি এটিকে ক্যারিয়ার হিসেবে সম্পূর্ন রূপে কাজে লাগাবেন সে বিষয়ে পূর্ণ ধারণা ও নির্দেশনা দেওয়া হবে। যারা এখানে মেন্টরিং করবেন তারা বর্তমানে ক্লাউড ডেভপ্স ইঞ্জিনিয়ার হিসেবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফলতার কাজ করতেছেন বাস্তব কর্পোরেট মার্কেটে  কি কাজ হয়, কিভাবে এই জায়গায় নিজেকে সময়ের সাথে মানিয়ে নেওয়া যায় তা খুব সহজে আয়ত্ত করতে পারবেন আমাদের মেন্টরদের কাছ থেকে

১. ব্যক্তিগত ক্যারিয়ার পরিকল্পনাঃ আমাদের “ক্যারিয়ার বিষয়ক দিক-নির্দেশনা পরিষেবা” আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সর্বদা সহায়তা প্রদান করে থাকবে। এই ক্ষেত্রে আপনি একেবারে নতুন হন কিংবা পুরাতন আমাদের “Expert Team” আপনার ব্যক্তিগত ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করতে সর্বদা পাশে থাকবে।
২.নেটওয়ার্কিংঃ প্রযুক্তি ক্ষেত্রে আমাদের সার্বিক ধারণা থাকার কারণে সাম্প্রতিক সময়ে Cloud DevOps সেক্টরের চাহিদা আমরা বুঝতে পারি। এজন্য আমরা আপনাকে এই সেক্টরে দক্ষ ও অভিজ্ঞ লোকদের সাথে নেটওয়ার্কিং বা যোগাযোগ প্রদান করে থাকব যাতে করে আপনি পেশা হিসেবে এই সেক্টরে উল্লেখ্যযোগ্য ভূমিকা প্রদান করতে পারেন।
৩. জীবনবৃত্তান্ত এবং ইন্টারভিউ প্রস্তুতিঃ কোর্সটি শেষ করার পর আপনি যাতে করে Cloud DevOps ইঞ্জিনিয়ার হিসেবে সহজে চাকরি পেতে পারেন সেজন্য আমরা আপনাকে কিভাবে ইন্টারভিউ প্রস্তুতি ও জীবনবৃত্তান্ত তৈরি করতে হয় সে বিষয়ে সর্বাত্বক সহায়তা প্রদান করব।
৪. সার্বিক সহযোগিতাঃ আপনি কোর্সটি সম্পূর্ণ করার পরেও কোর্স পরবর্তী যেকোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে আমরা আপনাকে সাহায্য করতে অঙ্গীকার বদ্ধ।

Cloud Academy US- আপনাকে শুধু Cloud DevOps ইঞ্জিনিয়ার হওয়ার প্রশিক্ষণ প্রদান করে না আপনাকে এই সেক্টরে ক্যারিয়ার গঠণের ও নিশ্চয়তা প্রদান করবে।আমাদের কোর্সে জয়েন করতে হলে অবশ্যই বেসিক ইংরেজি বলতে লিখতে জানতে হবে, কারন আমাদের কোর্স শিখানো হবে বাংলায় কিন্তু টুলস এর ব্যবহার এবং কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইংরেজি বুঝতে হবে। কম্পিউটার সম্পর্কে বেসিক ধারনা থাকতে হবে। প্রতি সপ্তাহে থাকবে দুটি করে লাইভ ক্লাস।আর প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্শন দেয়া হবে।

ক্লাউড একাডেমীর টিমের সাথে আজই যোগাযোগ করুন এবং আমাদের আগামী ব্যাচে যোগ দান করে নিজের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য একধাপ এগিয়ে যান। কোর্স সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে যোগাযোগ করুন +1 718-709-1989 (10AM – 10PM)।
আমাদের ফেইসবুক মেসেঞ্জার অথবা উপরের নাম্বারের হোয়াটস-অ্যাপে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ
ক্লাউড একাডেমি ইউএস টিম

We’re on a mission to deliver engaging, curated courses at a reasonable price.

Why choose Cloud Academy?

Welcome to Cloud Academy US – Bridging Technology and Community.
At Cloud Academy US, we are passionate about enabling the Bengali community in North America with superior Cloud DevOps engineering skills. At Cloud Academy US, we understand that embarking on a new career path, especially in a field as dynamic and evolving as Cloud DevOps, can be both exciting and challenging. That’s why we don’t just stop at providing you with top-notch education in Cloud DevOps – we also guide you through the maze of career opportunities that await you after course completion.

1. Personalized Career Planning: Our career guidance services are tailored to meet your individual goals and circumstances. Whether you are just starting out in the tech industry or looking to advance your existing career, our expert advisors will work with you to develop a personalized career plan.
2. Industry Insights and Networking: With our deep connections in the tech industry, we offer insights into the latest trends and demands in the Cloud DevOps sector. This includes exclusive networking opportunities with industry professionals and alumni, giving you a significant edge in your job search and career development.
3. Resume and Interview Preparation: We help you put your best foot forward with professional resume reviews and mock interviews. Our team assists in highlighting your new Cloud DevOps skills and experiences in a way that resonates with potential employers.
4. Continuous Support: Our commitment to your career success extends beyond the classroom. Even after you complete the course, you can access our career guidance services to help navigate your career path, seek new opportunities, or overcome professional challenges.
At Cloud Academy US, we don’t just educate; we empower. Join us and take the first step towards not only mastering Cloud DevOps but also carving out a successful career path in this exciting field.

What do you achieve with our courses?

01. Learn            02. Confident             03. Work